আইনে নিষিদ্ধ হওয়ার ১৯ বছরেও পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি
হুমকির মুখে জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশ ভেঙ্গে পড়ছে ড্রেনেজ ব্যবস্থা ভরাট হচ্ছে খাল, বিল, নদী, দূষিত হচ্ছে পানি উর্বরতা হারাচ্ছে মাটি জনকণ্ঠ: পলিথিনের ভয়ঙ্কর দূষণ জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। দেশে ১৯ বছর আগে আইন করে নিষিদ্ধ হওয়ার পরও এর উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ হয়নি। আইনী দুর্বলতার সুযোগে পরিবেশ বিপর্যয়ের এই উপাদান এখন রাজধানীসহ সারাদেশেই সহজলভ্য। অপচনশীল সর্বনাশা পলিথিনের যত্রতত্র ব্যবহারের ফলে ভরাট হচ্ছে নগর-মহানগরের পয়োনিষ্কাশনের নালা-নর্দমা। ভেঙ্গে পড়ছে ড্রেনেজ ব্যবস্থা। পলিথিন বর্জ্যরে কারণে উর্বরতা হারাচ্ছে মাটি, বাতাসে ছড়াচ্ছে বিষ। ভরাট হচ্ছে খাল-বিল-নদী, দূষিত হচ্ছে পানি। পরিবেশমন্ত্রী দাবি করেছেন, সরকার পলিথিন বন্ধ করার চেষ্টা করছে। বিকল্প ব্যবহার বাড়াতে পারলে পলিথিন উঠিয়ে নেয়া সহজ হবে। পলিথিন থেকে নির্গত হয় বিষফেনোল নামক বিষাক্ত পদার্থ। যা মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর। এছাড়া পলিথিন এমন একটি উপাদান যা পরিবেশের জন্য মোটেই উপযোগী নয়। মানুষের অবাধে ব্যবহারের পর যত্রতত্র ছুড়ে ফেলে দেয়া উচ্ছিষ্ট পলিথিন বৃষ্টির পানির সঙ্গে ড্রেনে-নর্দমায় ...