Posts

Showing posts with the label অর্ধেক আসন খালি রেখে রেস্তোরাঁ চালাতে চান মালিকরা

অর্ধেক আসন খালি রেখে রেস্তোরাঁ চালাতে চান মালিকরা

Image
অনলাইন ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে এবং প্রয়োজন হলে অর্ধেক আসন ফাঁকা রেখে হোটেল-রেস্তোরাঁ চালাতে চান মালিকরা। বুধবার বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।বাংলাদেশ প্রতিদিন বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা মেনে, স্বাস্থ্যবিধি অনুযায়ী, হোটেল রেস্তোরাঁ থেকে টেকওয়ে, পার্সেল ও অনলাইন ডেলিভারির মাধ্যমে আমাদের হোটেল-রেস্তোরাঁ ব্যবসাকে সীমিত রেখেছি। মহামারি করোনা ভাইরাসের আঘাতে যেসব সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে হোটেল-রেস্তোরাঁ সেক্টরটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে উল্লেখ্য যে, সব বিভাগীয় শহর, জেলা শহর ও উপজেলা শহর মিলে হোটেল-রেস্তোরাঁর সংখ্যা ৬০ হাজার, শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ৩০ লাখ। সবমিলিয়ে রেস্তোরাঁ খাতে মোট নির্ভরশীল জনসংখ্যা প্রায় দুই কোটি। সংগঠনটির পক্ষ থেকে তুলে ধরা দাবিগুলোর মধ্যে রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে, হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে দেওয়া। তাও সম্ভব না হলে প্রয়োজনে ৫০ শতাংশ আসনে বসিয়ে হোটেল চালু রাখা, এ খাতে কর্মরত শ্রমিকদের মাসিক প্রণোদনা দেওয়া, ব্যবসায়ীদের এসএমই খাত থেকে বিনা সুদে ...