অর্থ সংকটে ভাড়াটিয়ারা, ভালো নেই বাড়িওয়ালারাও
চরম অর্থ সংকটে পড়েছে রাজধানীতে বাড়ি ভাড়া নিয়ে থাকা কর্মজীবীরা। মাসের পর মাস বাসা ভাড়া দিতে না পেরে বাধ্য হচ্ছেন গ্রামে চলে যেতে। তাই বাড়ির মালিকদের মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন ভাড়াটিয়ারা। কিন্তু বাড়িওয়ালারা বলছেন, ভালো নেই তারাও। কারণ বাড়ি ভাড়ার ওপরই সংসার চলে অধিকাংশের। এদিকে সংকট নিরসনে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। জানা গেছে, এক বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারীর কারণে বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বন্ধ হয়ে গেছে ছোট বা বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান। আর চাকরি হারিয়েছে কয়েক লাখ কর্মজীবী। শুধু তাই নয়, যারা এখনো চাকরি করছেন তাদের অধিকাংশেরই বেতন কমিয়ে দিয়েছেন মালিকপক্ষ। পাশাপাশি বেতন অনিয়মিত হয়েছে অনেক প্রতিষ্ঠানের। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক যৌথ গবেষণায় বলা হয়, করোনার কারণে এক বছরে দেশে নতুন করে দরিদ্র হয়েছে দেড় কোটি মানুষ। সিপিডির গবেষণাবিষয়ক পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম তার গবেষণাপত্রে উল্লেখ করেন, করোনা দুর্যোগের সময় ৩ শতাংশ শ্রমিক চাকরি হারিয়েছেন। শহর অঞ্চলে ইনফরমাল ইকোনমি থ...