[১] ফরিদপুর মুষলধারে বৃষ্টি, অফিসগামী মানুষের চরম ভোগান্তি
হারুন-অর-রশীদ: [২] ভোরেই তুমূল বৃষ্টিতে ভিজলো ফরিদপুর। প্রথমে কানফাঁটা মেঘের গর্জন তারপর শুরু হয় আকাশভাঙা বৃষ্টি। হঠাৎ করেই সকালে শুরু হওয়া মুশলধারে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়ে অফিসগামী মানুষ। [৩] মঙ্গলবার (১ জুন) সকাল থেকে টিপটিপ বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে এই বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। [৪] এর আগে ভোর পাঁচটার দিকে বৃষ্টি হয়েছিলো। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। খানিক সময়ের জন্য বিরতি দিয়ে ৬টার দিকে তীব্র বৃষ্টি শুরু হয়। এদিকে হঠাৎ এমন তীব্র বৃষ্টিতে ভেসে গেছে ফরিদপুরের বেশ কিছু এলাকার সড়ক। এতে চরম অসুবিধায় পড়ে অফিসগামী মানুষ। [৫] অফিসগামী রিপন মোল্যা ও হাবিব খাঁন বলেন, একদিকে তীব্র বৃষ্টি ও মেঘের গর্জন সাথে রাস্তা-ঘাট পানিতে কিছু কিছু স্থানে তলিয়ে যাওয়াতে অফিসে যেতে অনেক কষ্ট হচ্ছে। সম্পাদনা: হ্যাপি The post [১] ফরিদপুর মুষলধারে বৃষ্টি, অফিসগামী মানুষের চরম ভোগান্তি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .