সংক্রমণ বাড়ছে, অপ্রয়োজনে বাইরে আসবেন না: ফরহাদ হোসেন
এম এস জাহান: বুধবার (১৬ জুন) এক ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, এই সংক্রমণ কমাতে গেলে আমাদের সবাইকে আন্তরিকভাবে সহায়তা করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাইরে বের হলে মাস্ক পরতে হবে। বাজার এবং যেসব জায়গায় জনসমাগম বেশি ঘটে, সেই জায়গাগুলো এড়িয়ে যাওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে—যা আগামী ১৫ জুলাই, অর্থাৎ এক মাস পর্যন্ত কার্যকর থাকবে। এই প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ্য যে বিষয়টি রয়েছে তা হচ্ছে, আমাদের যেখানে সংক্রমণ বেশি, সেখানে স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসন, কারিগরি কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তারা কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারবেন। আমরা এই কার্যক্রমটা ইতোমধ্যে শুরু করেছি। সীমান্তবর্তী এলাকাগুলোতে যেখানে অতি সংক্রমণ হয়েছে, সেখানে কঠোর বিধিনিষেধের মাধ্যমে আমরা সে কার্যক্রমগুলো করে আসছি।’ তিনি বলেন, ‘প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ...