অনলাইন ক্লাস চালু হয়নি ৮৩ শতাংশ কলেজে
নিউজ ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ১৫ মাস পার হতে চললেও এখন পর্যন্ত অনলাইন ক্লাস চালু করতে পারেনি উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান। বিশেষ করে কলেজ পর্যায়ের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রয়েছে। সরকারি হিসাবেই দেশের ৮০ শতাংশের বেশি কলেজ এখনো অনলাইন ক্লাস চালু করতে পারেনি। বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায় অন্যান্য খাতের মতো শিক্ষা খাত বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও পরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেখানে করোনাকালের অনলাইন শিক্ষা কার্যক্রমের একটি চিত্র তুলে ধরা হয়েছে। অর্থমন্ত্রীর উল্লেখ করা তথ্য অনুযায়ী, করোনাকালের অনলাইন শিক্ষা কার্যক্রমে সবচেয়ে পিছিয়ে রয়েছে কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে ৪ হাজার ২৩৮টি কলেজের মধ্যে মাত্র ৭০০টিতে অনলাইন ক্লাস চালু হয়েছে। অর্থাৎ ৮৩ শতাংশ কলেজ এখনো অনলাইন শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। আর ২০ হাজার ৪৯৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৫ হাজার ৬৭৬টিতে অনলাইন ক্লাস চালু রয়েছে। অর্থাৎ এ ধাপটিতে অনলাইন ক্লাস চালু করা শিক্ষাপ্রতিষ্ঠানের হার ৭৬ দশমিক ৪৭ শতাংশ। অনলাইন ক্লাস...