অক্সিজেন সংকটে আইসিইউতে থাকা ১১ করোনা রোগীর মৃত্যু
ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতি শহরের একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে না পারায় আইসিইউতে থাকা ১১ করোনা রোগীর মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই হাসপাতালের কর্মীরা রোগীদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম জানায়, সোমবার (১০ মে) রুইয়া নামের ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজনদের অভিযোগ প্রায় ৪৫ মিনিট ধরে অক্সিজেন সংকট হয়। তবে চিতোর জেলা কালেক্টর এম হরি নারায়ণের দাবি, অক্সিজেন সিলিন্ডার দিতে ৫ মিনিট সময় লেগেছে। তবে অক্সিজেনের প্রেসার কমে গিয়ে এ পরিস্থিতি হয়েছে। হরি নারায়ণ আরও বলেন, পাঁচ মিনিটের মধ্যে অক্সিজেন সরবরাহ ঠিক করা হয়। এখন সবকিছু স্বাভাবিক আছে। আমরা অতিরিক্ত সিলিন্ডার মজুত করেছি আর ভয় পাওয়ার কোনও কারণ নেই। চিকিৎসাকর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। তিনি জানান, ওই হাসপাতালে প্রায় এক হাজার করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে প্রায় সাতশ’ রোগীই আইসিইউতে চিকিৎসাধীন। এদিকে ১১ রোগীর মৃত্যুতে শোক জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।...