[১]সমরেশ মজুমদার আইসিইউতে
বাশার নূরু : [২]বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘কালবেলা’-এর স্রষ্টা সমরেশ মজুমদার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার কলকাতার বাইপাস এলাকায় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। [৩]হাসপাতালের চিকিৎসকরা ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সমরেশ মজুমদার। শ্বাসনালীতে গভীর সংক্রমণই এই শ্বাসকষ্টের কারণ। হাসপাতালে তার বুকের এক্সরে, সিটি স্ক্যান, রক্তপরীক্ষাসহ আনুষঙ্গিক টেস্টগুলো করা হচ্ছে। করোনা টেস্টও ইতোমধ্যে করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। [৪]সাহিত্যিকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১০-১২ বছর ধরে ফুসফুসের জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগছেন সমরেশ মজুমদার। এই মুহূর্তে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। [৫]এর আগে ২০২১ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন লেখক। সেই সময় ভেন্টিলেশনও রাখা হয়েছিল তাকে। [৬]৭৯ বছর বয়সী সমরেশ মজুমদার দুই বাংলার পাঠককে দশকের পর দশক করে বিমুগ্ধ করে রেখেছেন তার লেখনিতে। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় প্রকাশিত ...