[১]কানাডার মাটিতে দাঁড়িয়ে পোপের ক্ষমা চাওয়া উচিত, বললেন জাস্টিন ট্রুডো
সুমাইয়া ঐশী: [২] চার্চ পরিচালিত স্কুলে শিশুদের দেহাবশেষ পাওয়ার ঘটনায় কড়া ভাষায় এ আহ্বান জানালেন কানাডার প্রধানমন্ত্রী। [৩] সম্প্রতি কানাডার চার্চ পরিচালিত দুটি সাবেক আবাসিক স্কুলে প্রায় ১ হাজার শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনায় ঐ সময় চার্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার এ আহ্বান জানান কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। ইয়ন [৪] শুক্রবার সাংবাদিকদেরকে ট্রুডো বলেন, আমি ব্যাক্তিগত ভাবে পোপ ফ্রান্সিসের সঙ্গে কথা বলেছি। সেখানে আমি এনিয়ে তাকে তার ক্ষমা প্রার্থনার গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। পাশাপাশি তিনি কানাডার মাটিতে দাঁড়িয়ে এ ক্ষমা চাইলে এর গুরুত্ব যে আরো বেড়ে যাবে সে বিষয়েও বলেছি। ইউএস নিউজ [৫] ট্রুডো আরো বলেন, আমি জানি ঐ ক্যাথলিক চার্চের নেতারা এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। [৬] গত বৃহস্পতিবার কানাডার সাসকাচোয়ান প্রদেশের মারিভাল আবাসিক স্কুলে শিশুদের প্রায় ৭১৫টি অচিহ্নিত কবর পাওয়া যায়। এর কয়েক সপ্তাহ আগে আরো একটি স্কুলে পাওয়া যায় এমনই ২১৫টি কবর। এসব আবসিক স্কুল ফেডারেল সরকার ও চার্চ দ্বারা পরিচালিত হতো ১৮৩১ থেকে ১৯৯৬ সালের মধ্যে।...