[১] ৮ জুন থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি
অনন্যা আফরিন: [২] যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ৮ জুন থেকে কাউন্টারেও ট্রেনের টিকিট পাওয়া যাবে।মঙ্গলবার (১ জুন) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ [৩] এতে বলা হয়, আগামী ৮ জুন থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় কাউন্টার থেকে ইস্যু করা হবে। [৪] রেলওয়ের জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। কাউন্টার ও মোবাইল অ্যাপস, অনলাইন কোটার অবিক্রিত টিকিট যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব হতে যুগপৎভাবে অর্থাৎ যেকোনো মাধ্যমে ইস্যু করা হবে। জারিকৃত টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।বাংলা নিউজ২৪,ইনকিলাব The post [১] ৮ জুন থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .