Posts

Showing posts with the label [১] ৪৯ দিন পর সচল হলো সারাদেশের যোগাযোগ ব্যবস্থা

[১] ৪৯ দিন পর সচল হলো সারাদেশের যোগাযোগ ব্যবস্থা

Image
আখিরুজ্জামান সোহান : [২] করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে দেড় মাসেরও বেশি সময় দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়। সরকার আজ সোমবার থেকে দূরপাল্লার বাস ট্রেন ও লঞ্চ চালুর অনুমতি দিয়েছে। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধিসহ সরকারের বেঁধে দেওয়া শর্ত মানতে হবে পরিবহন শ্রমিক ও মালিকদের। [৩] রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে। তবে এই বিধিনিষেধের মধ্যে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন অর্ধেক আসন খালি রাখার শর্তে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। [৪] প্রজ্ঞাপনে আরও বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং সবধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। [৫] বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সব জেলার বাস মালিকদের সরকারি নির্দেশনা মেনে গণপরিবহন চালানোর আহ্বান জানিয়েছেন। [৬] সমিতি তাদের চিঠিতে জানায়, সরকার নির্ধারিত শর্তে ও স্বাস্থ্যবিধি মেনে বাস চালাতে হবে। মাস্ক ছাড়া ...