Posts

Showing posts with the label [১] ২৫ কর ও ৫ শতাংশ জরিমানা দিয়ে আরও ১ বছর প্রশ্নহীন কালো টাকা সাদা করা যাবে

[১] ২৫ কর ও ৫ শতাংশ জরিমানা দিয়ে আরও ১ বছর প্রশ্নহীন কালো টাকা সাদা করা যাবে

Image
বিশ্বজিৎ দত্ত: [২] ২৫ শতাংশ কর ও ৫ শতাংশ জরিমানা দিয়ে আরও একবছর কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে অর্থবিল পাশ হয়েছে। তবে যারা নতুন বিনিয়োগ করবেন তাদের ১০ শতাংশ কর দিয়ে কারো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের অর্থবিলে এই সংশোধনী আনা হয়েছে। [৩] উল্লেখ্য, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল ১০ শতাংশ হারে কর দেওয়ার শর্তে। এই টাকা বিনিয়োগে বাধ্যবাধকতা ছিল শেয়ার মার্কেট, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, জমি, ফ্লাটসহ নির্ধারিত কিছু খাতে। এই টাকার উৎস্য সম্পর্কে দেশের কোন সংস্থাই প্রশ্ন করতে পারবে না। এই বিষয়টিও বহাল রাখা হয়েছে। কলো টাকা ২৫ শতাংশ কর দিয়ে সাদা করার মতো বৈধ আয়েও করদাতারা সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কর দিয়ে থাকেন। এ নিয়ে গত প্রায় এক মাসে অনেক সমালোচনা চলেছে সংসদের ভেতরে ও বাইরে। তবে নতুন শর্ত অনুযায়ী, শেয়ার মার্কেট, ব্যাংক ও সঞ্চয় পত্র এবং হাতের নগদ টাকা সাদা করলে ২৫ শতাংশ কর দিতে হবে। এর সঙ্গে মোট করের ওপর পাঁচ শতাংশ পেনাল্টি দিতে হবে। তবে, কেউ যদি শিল্প-কারখানায় বিনিয়োগ করেন তাহলে তিনি ১০ শতাংশ কর দিয়ে এই সুযোগ...