Posts

Showing posts with the label [১] ১২ মাস পর মাঠে দর্শক

[১] ১২ মাস পর মাঠে দর্শক, লেস্টার সিটির বিরুদ্ধে চেলসির জয়

Image
স্পোর্টস ডেস্ক : [২] বার মাস পর মাঠে দর্শকদের সমর্থন পেয়েই হারানো ছন্দটা ফিরে পেলো চেলসি। লেস্টার সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠেছে কোচ টমাস টুখেলের দল। [৩] দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রিমিয়ার লিগে দর্শক ফেরার দিনে মঙ্গলবার ২-১ গোলে জিতেছে চেলসি। আন্টোনিও রুডিগার দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান জর্জিনিয়ো। শেষ দিকে একটি গোল শোধ করেন কেলেচি ইহেনাচো। বছরের শুরুর দিকে দায়িত্ব নেওয়া টুখেলের কোচিংয়ে পাল্টে যাওয়া চেলসি হঠাৎ করেই হেরে বসে টানা দুই ম্যাচে। এবার সেই ধাক্কা কাটিয়ে উঠল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা দলটি। [৪] এ মৌসুমে লেস্টারের বিপক্ষে তিনবারের দেখায় এটি তাদের প্রথম জয়। আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে লেস্টারের মাঠে ২-০ গোলে হেরেছিল চেলসি। আর গত শনিবার (১৫ মে) এফএ কাপের ফাইনালে হারে ১-০ গোলে। ওই ফাইনালের তিন দিন আগে লিগে আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল চেলসি। [৫] ৩৭ ম্যাচে ১৯ জয় ও ১০ ড্রয়ে তিনে ওঠা চেলসির পয়েন্ট ৬৭। চার নম্বরে নেমে যাওয়া লেস্টারের পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৬৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। – গোল ডটকম/ বিডিনিউজ