Posts

Showing posts with the label [১] হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ

[১] হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ

Image
শাহীন খন্দকার: [২] জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ বাসায় ফিরেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ২৩ দিন চিকিৎসা শেষে রবিবার বিকালে ছাড় পান তিনি। [৩] রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদ বলেন, তিনি ডিহাইড্রেশন (পানিশূন্যতা) ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ এপ্রিল সিএমএইচে ভর্তি হয়েছিলেন। রওশন এরশাদ রোজা রাখছিলেন। ঐ দিন ইফতারের পর হঠাৎ তার রক্তচাপ বেড়ে যায়। [৪] এছাড়া প্রচণ্ড গরমে তার শরীরে পানিশূন্যতা দেখা দেয় এবং পেটে গ্যাস হয়। সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। হাসপাতালে নেওয়ার পর প্রথমে করোনা পরীক্ষা করা হলে নেগেটিভ আসে। [৫] রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি (সাদ এরশাদ) আর ও বলেন,‘আম্মা এখন আগের চেয়ে ভালো আছেন’। সম্পাদনা: মেহেদী হাসান The post [১] হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .