[১] হাতিয়ায় ৫ কিশোর নির্যাতনকারী সেই চৌকিদার আটক
মাহবুবুর রহমান : [২] নোয়াখালীর হাতিয়াতে বিন্দি জাল চুরির অভিযোগে ৫ কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী চৌকিদারকে আটক করেছে পুলিশ। এর আগে, গতকাল সোমবার বিকেলে নির্দেশ দাতা ৫ মাতব্বরকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। [৩] মঙ্গলবার (১৮ মে) সকালে উপজেলার চরকিং ইউনিয়ন থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ বলছে, দুপুরের দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। [৪] আটককৃত চৌকিদার আমির হোসেন (৪০), উপজেলার চরকিং ইউনিয়নের চৌকিদার এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হোসেন আহমদের ছেলে।থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তারকৃত মাতব্বর , শ্রীহরি জলদাস, নেপাল চন্দ জলদাস, বিধান চন্দ জলদাস,রায় মেহেন জলদাস, প্রিয় লাল জলদাসকে কারাগারে পাঠানো হয়েছে। [৫] হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় গত রোববার রাতে নির্যাতনের শিকার কিশোর পদ দাসের পিতা হরিপদ দাস বাদী হয়ে ৬জনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা করে। এখন পর্যন্ত ওই মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। [৬] উল্লেখ্য, গতকাল রোববার সকাল পৌনে ১১টার দিক...