Posts

Showing posts with the label [১] হাঙ্গেরির সঙ্গে ড্র করে ইউরো কাপের শেষ ষোলোয় জার্মানি

[১] হাঙ্গেরির সঙ্গে ড্র করে ইউরো কাপের শেষ ষোলোয় জার্মানি

Image
স্পোর্টস ডেস্ক : [২] জার্মানি লক্ষ্যে পৌঁছালেও হাঙ্গেরির বিরুদ্ধে জয় পায়নি। ইউরো ফুটবলের শাসরুদ্ধকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এই ড্র নিয়েই ইউরো কাপের শেষ ষোলোয় পৌঁছে গেল জার্মানি। [৩] বুধবার (২৩ জুন) রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানি ও হাঙ্গেরির মধ্যকার ম্যাচটি ২-২ ড্র হয়। ১১ মিনিটে অ্যাডাম স্লাজাইয়ের করা গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল হাঙ্গেরি। ৬৬ মিনিটে জার্মানির পক্ষে সমতা ফেরান কাই হাভেরটজ। [৪] ৬৮ মিনিটে আন্দ্রেস শেফার ফের এগিয়ে দেন হাঙ্গেরিকে। জিতলেই শেষ ১৬-তে পৌঁছে যেত হাঙ্গেরি, ছিটকে যেত জার্মানি। কিন্তু ৮৪ মিনিটে লেয়ন গোরেটস্কার গোল জার্মানিকে পৌঁছে দেয় রাউন্ড অব সিক্সটিনে। [৫] ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। জার্মানির সমান ৪ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থেকে গ্রুপে তৃতীয় পর্তুগাল। তবে তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে শেষ ষোলোয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২ পয়েন্ট নিয়ে আসর শেষ করতে হলো হাঙ্গেরিকে। – গোল ডটকম The post [১] হাঙ্গেরির সঙ্গে ড্র করে ইউরো কাপের শেষ ষোলোয় জার্মানি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .