[১] সোনাইমুড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ
মাহবুবুর রহমান : [২] নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ৯নং সোনাপুর ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহ ঢেউটিন বিতরণ করা হয়। [৩] শুক্রবার জুমার নামাজের পরে সোনাপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের দেবগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা ও ডেউটিন বিতরণ করা হয়। [৪] এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য জনাব আবু সায়েম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আব্দুর রহিম শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী। [৫] উল্লেখ্য গত বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৬ টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায় এবং এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। তাৎক্ষণিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সয়াহতা প্রদান করা হয়। The post [১] সোনাইমুড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .