Posts

Showing posts with the label [১] সুইজারল্যান্ডে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশের রোমান সানা ও দিয়া

[১] সুইজারল্যান্ডে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশের রোমান সানা ও দিয়া

Image
স্পোর্টস ডেস্ক : [২] সুইজারল্যান্ডের লুজান শহরে বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন রোমান সানা এবং দিয়া সিদ্দিকী। চলমান আর্চারি বিশ্বকাপে বাংলাদেশের রিকার্ভ মিক্সডে রোববার নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন বাংলাদেশের দুই আর্চার। অবশ্য, ফাইনালে উঠে এরই মধ্যে দেশের ইতিহাসে সেরা সাফল্য নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। ফাইনাল জিতলে প্রাপ্তিটা দাঁড়াবে ষোলো আনায়। [৩] দুই বছর আগে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে সবার মনোযোগ কেড়ে নিয়েছিলেন রোমান। এবার দিয়া সিদ্দিকীকে সাথে নিয়ে সেই সাফল্যকে ছাড়িয়ে গেছেন। অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা রোমানের দৃষ্টি এখন স্বর্ণ জয়ের দিকে। তাতে শেষ বাধা নেদারল্যান্ডসের ফন ডেন বার্গ ও গ্যাবরিয়েলা ক্লোসা। রোববার (২৩ মে) সুইজ্যারল্যান্ড সময় সকাল ১১.২৫ এবং বাংলাদেশ সময় বিকেল ৩.২৫ মিনিটে শুরু হবে ফাইনাল। [৪] ফাইনাল পর্যন্ত এই যাত্রায় বাংলাদেশেরচেয়ে এগিয়ে থাকা চারটি দলকে হারিয়েছে রোমানরা। এখন কেবলি সে সংখ্যাটি বাড়ানোর অপেক্ষা। তাহলে বিশ্বমঞ্চে আরও একবার দেখা যাবে লাল-সবুজের আধিপত্য। – আচারি ফেডরেশন/ যমুনাটিভি   ...