[১] সিঁধ কেটে চুরি করতে গিয়ে ঘরের মালিককে কুপিয়ে জখম
উত্তম কুমার হাওলাদার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় সিঁধ কেটে বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে। এসময় ওই ঘরের মালিক মো. সুলতান খাঁকে কুপিয়ে গুরুতর জখম করেছে চেরেরা। তাকে প্রতিবেশীরা উদ্ধার করে কলাপাড়া হাপাতালে ভর্তি করেছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের ঘটনাটি ঘটে। [৩] পরিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির লোকজন রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। চোরেরা সিঁধ কেটে ঘরের মধ্যে প্রবেশ করে। এর পর অস্ত্রের মুখে জিম্মী করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। এ সময় সুলতান খানকে কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় পরিবারের লোকজন কাউকে শনাক্ত করতে পারেনি। কলাপাড়া থানার ওসি (তদন্ত) কর্মকর্তা আসাদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : মারুফ হাসান The post [১] সিঁধ কেটে চুরি করতে গিয়ে ঘরের মালিককে কুপিয়ে জখম appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .