Posts

Showing posts with the label [১] সাকিবের কাণ্ড গুরুত্বসহকারে প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম

[১] সাকিবের কাণ্ড গুরুত্বসহকারে প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম

Image
মাহিন সরকার : [২] আরও একটি অনাকাঙ্খিত ঘটনার জন্ম দিলেন সাকিব আল হাসান। এবার শুধু অপরাধই করেননি, মাঠে ক্রিকেটের জঘন্য ঘটনা ঘটালেন। তেড়ে গেলেন আম্পায়ারকে মারতে। রাগে স্ট্যাম্পে লাথি মারতেও পিছ পা হননি। অকথ্য ভাষায় গালিগালাজও করলেন। [৩] তা একমাত্র ঘটনা নয়। মিরপুরে বৃষ্টি ও বাতাসের কারণে আম্পায়ার যখন কভার আনার ডাক দেন তখন আবার মেজাজ হারান সাকিব। এবার তেড়ে গিয়ে ৩ স্ট্যাম্প তুলে ছুঁড়ে ফেলেন। রাগ তখনও কমেনি সাকিবের। আম্পায়ারের সঙ্গে ঔদ্বত্যপূর্ণ আচরণ করতেই থাকেন। ছুটে যান মাঠের বাইরের রিজার্ভ আম্পায়ারের দিকেও। সেখানে আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গে দূর থেকেই চিৎকার-চেঁচামেচি হয় তার। [৪] আনন্দ বাজার , আজকাল , জি নিউজ , ক্রিকইনফো , জিও নিউজসহ বিশ্বের আরও অনেক গণমাধ্যম সাকিবের এই কাণ্ডটি গুরুত্বসহকারে প্রকাশ করেছে। The post [১] সাকিবের কাণ্ড গুরুত্বসহকারে প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .