Posts

Showing posts with the label [১] সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসার সিন্ডিকেট

[১] সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসার সিন্ডিকেট

Image
রাজু আহমেদ: [২] চট্টগ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কতিপয় অনলাইন মিডিয়ায় সাংবাদিকতার নামে মাদক ব্যবসা করে যাচ্ছে একটি সিন্ডিকেট চক্র। কতিপয় ভূইফোড় অনলাইন নিউজ পোর্টাল কিংবা টিভি তৈরি করে সাংবাদিকতার কার্ড বানিয়ে মাদক বহন করার বিষয়টি যেন একটা অন্যতম বাহন হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে গাড়িতে প্রেস লেখা লাগিয়ে মাদক পরিবহন করাও যেন সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে। [৩] গত ০৫ জুন কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়ক বেরিকেড দিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ একটি অনলাইন টিভির দুই সাংবাদিককে আটক করে পুলিশ। আটককৃতরা চট্টগ্রামের আগ্রাবাদের বাদামতলীর চেয়ারম্যান বাড়ির মোঃ আমিনের পুত্র তারেক আমিনী (৩০) ও ক্যামেরা পার্সন শেখ ফরিদুর আনোয়ারের পুত্র রাজিব আনোয়ার (৩২)। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। [৪] চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, আটককৃতরা ‘বন্দর নগরী’ নামে একটি টেলিভিশনের সাংবাদিক। তাদের কাছ থেকে ওই টেলিভিশনের দুইটি আইডি কার্ড ও একটি ক্যামেরা উদ্ধার করা হয়। রাজীবের কুমিল্লা চৌদ্দগ্রামের মামলা নম্বর-৭। এছাড়াও ডাবলমুরিং থানাতেও তার আরও একটি মামলা রয়েছে। [৫] অপরদিকে গত ১৫ জুন চট্ট...