[১] সরবরাহ না থাকায় বেশিরভাগ উপজেলায় করোনা টিকা দেয়া বন্ধ
শিমুল মাহমুদ : [২] ‘দেশে টিকার মজুত শেষ হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টিকা কার্যক্রম বন্ধ থাকবে’- দরজায় এই নোটিশ ঝুলিয়ে ভ্যাকসিন সেন্টার বন্ধ করে দিয়েছে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার সিভিল সার্জন বলেন, ঈদের পরপরই আমাদের এখানে টিকা সরবরাহ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত আমার ৫ টি উপজেলায় টিকাদান বন্ধ রয়েছে। [৩] সারাদেশের উপজেলাগুলোর চিত্র প্রায় একই। বিভাগ ও জেলা পর্যায়ে সামান্য মজুত থাকলেও উপজেলার বেশিরভাগেই নেই। রাজশাহীর সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার জানান, রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয়টি জেলায় টিকার মজুত ফুরিয়ে গেছে। এ ছয় জেলা হচ্ছে রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় কিছু টিকা অবশিষ্ট থাকায় সেখানে কার্যক্রম চলবে। [৪] বরিশালের তিনটি টিকা কেন্দ্রের সবগুলোই বন্ধ। বলা হচ্ছে, সরবরাহ এলে টিকা দেওয়া শুরু হবে। হাসপাতালে এসে ফিরে যেতে হয় অনেকে। [৫] সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, আমাদের কোনো কেন্দ্রেই টিকা নেই। নতুন করে টিকা আসলে হয়তো আবার শুরু করতে পারবো। [৬] ময়মনসিংহ জেলা সিভিল সার্জন মো. ন...