Posts

Showing posts with the label [১] সংসদ উপনেতার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন রিনি

[১] সংসদ উপনেতার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন রিনি

Image
হারুন-অর-রশীদ: [২] সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেলেন ফরিদপুরের নগরকান্দার শাকপালদিয়া গ্রামের ফারজানা খান রিনি। সে উপজেলার তালমা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ খানের মেয়ে। [৩] আজ বৃহস্পতিবার (৩০ জুন) বিকালে তিনি এ নিয়োগ পান। জানা যায়, নব নিয়োগপ্রাপ্ত ফারজানা খান রিনি এছাড়াও বঙ্গবন্ধু আইন পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। [৪] এব্যাপারে ফারজানা খান রিনি বলেন, “আমি সবার কাছে দোয়া ও আর্শীবাদ চাই। তিনি বলেন, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। The post [১] সংসদ উপনেতার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন রিনি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .