[১] শেরপুরে একদিনেই ৭ জনের অস্বাভাবিক মৃত্যু
তপু সরকার:[২] শেরপুরে পৃথক পৃথক ঘটনায় একদিনেই ৭ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়। এনিয়ে ওই পরিবারে চলছে শোকের মাতম। এলাকাতেও নেমে এসেছে প্রিয়জন হারানোর শোকের ছায়া। [৩] এদিকে, সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মাঝপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম মারা যায় , এবং চরশেরপুর ইউনিয়নের ধুপাঘাট এলাকার মৃগী নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন তানজিলা আক্তার নামের কিশোরী। [৪] এছাড়াও ডোবার পানিতে ডুবে সোমবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার গাগলাজানি গ্রামে আয়শা নামে এক দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।অন্যদিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে বিকাল সাড়ে পাচঁটার দিকে বাড়ীর সামনে কাজ করার সময় এক গৃহবধু বজ্রপাতে নিহত হয়েছেন। [৫] এ ব্যাপারে নাগরিক সংগঠন জনউদ্যোগের আবুল কালাম আজাদ বলেন, সড়ক দূর্ঘটনায় ব্যাপকহারে জানমালের ক্ষতি হচ্ছে । চালকভাইদের আরোও সচেতন হয়ে যানবাহন চালাতে হবে। প্রশাসনেরও এদিকে নজর রাখা উচিত অন্যদিকে সাম্প্রতিক সময়ে যেহারে পানিতে ডুবে শিশু মৃত...