Posts

Showing posts with the label [১] লেগ স্পিনার রিশাদের ঝড়ো ব্যাটিংয়ের পরও হারল খেলাঘর

[১] লেগ স্পিনার রিশাদের ঝড়ো ব্যাটিংয়ের পরও হারল খেলাঘর

Image
নিজস্ব প্রতিবেদক : [২] ঢাকা প্রিমিয়ার লিগে আজ নিজেদের প্রথম জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। দিনের প্রথম ম্যাচে খেলাঘর সমাজ কল্যান সমিতিকে ১৯ রানে হারিয়েছে ক্লাবটি। [৩] মিরপুরে এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খেলাঘর। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে দোলেশ্বর। দলটির হয়ে ঝড়ো শুরু করেন ওপেনার ইমরান উজ জামান। ১৭ বলে ৪০ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনার ফজলে মাহমুদ করেন ২২ বলে মাত্র ১৪ রান। এছাড়াও সাইফ ২৮ ও শামিম ১৬ রান করেন। [৪] জবাবে ব্যাটিংয়ে করতে নেমে ১৫ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে খেলাঘর। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফরহাদ হোসাইন। তিনি করেন ৩৫ বলে ৩৩ রান। বল হাতে উজ্জল হলেও ব্যাট হাতে কেবল ১২ রান করেই ফেরেন মিরাজ। শেষ দিকে দলের মান বাঁচিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসাইন। ১৯ বলে ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৩৭ রান করেন তিনি। এতেই ১৩০ রানে শেষ হয় খেলাঘরের ইনিংস। [৫] সংক্ষিপ্ত স্কোর : প্রাইম দোলেশ্বর ১৪৯/৬(২০) ইমরান ৪০, সাইফ ২৮, খালেদ ২/৩০, মাসুম ২/৩২, মিরাজ ১/৯ খেলাঘর ১৩০/১০(২০) রিশাদ ৩৭, ফরহাদ ৩৩ ইনামুল জুনিয়র ২/২২, রেজাউর রহমান ২/২২ The pos...