[১] লিগ ম্যাচে ব্রেস্তের বিপক্ষে জিতে রানার্সআপ পিএসজি
স্পোর্টস ডেস্ক : [২] ফ্রেঞ্চ লিগের শিরোপা জেতা হলো না পিএসজির। চলতি মওসুমের শিরোপা-ভাগ্য হাতে না থাকায় পিএসজির সম্ভাবনা এমনিতেও তেমন জোরালো ছিল না। শেষ পর্যন্ত তা-ই ঘটলো। নিজেদের ম্যাচে জিতে শিরোপা ঘরে তুলেছে লিল। ব্রেস্তের বিপক্ষে জিতেও তাই লিগ ওয়ানে রানার্সআপ পিএসজি। [৩] পয়েন্ট টেবিলের নিচের দিকের দলটির মাঠে রোববার (২৩ মে) রাতে শেষ রাউন্ডে ২-০ গোলে জিতেছে কোচ মাওরিসিও পচেত্তিনোর দল। প্রতিপক্ষের ভুলে গত তিন মৌসুমের চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। [৪] একই সময়ে মাঠে নামা লিল পয়েন্ট টেবিলের ১৩ নম্বর অঁজিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ৩৮ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৮৩। ১ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় পিএসজি। [৫] ক্ষীণ সম্ভাবনা নিয়ে লড়াইয়ে ছিল মোনাকোও। শেষ ম্যাচে লঁসের বিপক্ষে গোলশূন্য করা দলটি ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে এত ব্যর্থতার মাঝেও অবশ্য মৌসুমে দুটি শিরোপা ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ জিতেছে পিএসজি। – মার্কা/ গোল ডটকম The post [১] লিগ ম্যাচে ব্রেস্তের বিপক্ষে জিতে রানার্সআপ পিএসজি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.CO...