Posts

Showing posts with the label [১] লাদাখে চীনা যুদ্ধবিমানের মহড়া

[১] লাদাখে চীনা যুদ্ধবিমানের মহড়া, নজরদারিসহ পাল্টা ব্যবস্থা ভারতের

Image
রাশিদুল ইসলাম : [২] ভার-চীন সংঘাতের আবহে পূর্ব লাদাখের উল্টোদিকে থাকা তিব্বত সংলগ্ন বিমানঘাঁটি থেকে চীনা বিমানবাহিনীর ২৪টি ফাইটার জেট নিয়ম করে টহল দেওয়া শুরু করেছে। [৩] ভারতীয় বিমানবাহিনীর মতে, ওই অভিযান সম্পূর্ণ প্ররোচনামূলক। সেজন্য পাল্টা তৎপরতা শুরু করেছে ভারতও। [৪]  চীনের জে-১১ সিরিজের ফাইটার জেটের সঙ্গে যুক্ত হয়েছে জে-১৬। এই দুই সিরিজের যুদ্ধবিমান যৌথভাবে উড়ান শুরু করেছে নিয়ম করে। হুটান, গারিগুনসা ও কাশগড় ইত্যাদি বিমানঘাঁটি থেকে চীনা যুদ্ধবিমান আকাশে উড়ছে। এভাবে আকাশপথে প্রকৃত নিয়ন্ত্রণরেখার উপরে সক্রিয়তা শুরু করেছে চীন। [৫] অন্যদিকে, ভারতও চুপ করে বসে নেই। পাল্টা মিগ-২৯ এবং সুখোই তো বটেই, মাঝেমধ্যে রাফায়েল যুদ্ধবিমানও উড়ছে আকাশে। ভারতের এই পদক্ষেপ চীনকেও কিছুটা সতর্ক থাকতে বাধ্য করছে বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের সেনাবাহিনীর দীর্ঘ ১০ মাসের টানাপোড়েনের পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হয়েছিল, তখনই নয়া সংঘাতের আবহের সূত্রপাত নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। [৬] ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, লাদাখে সীমান্তের ওপারে কমপক্ষে ২২...