Posts

Showing posts with the label [১] র‌্যাবে এই প্রথম ৪৮ জন পুলিশ সুপারকে উপ-পরিচালক পদে পদায়ন

[১] র‌্যাবে এই প্রথম ৪৮ জন পুলিশ সুপারকে উপ-পরিচালক পদে পদায়ন

Image
মহসীন কবির: [২] সোমবার (১৭ মে) সকালে এ পদায়নের খবর জানা গেছে। যমুনা টিভি [৩] র‌্যাবের গঠনতন্ত্রে উপ পরিচালক পদে সেনাবাহিনীর মেজর, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার কিংবা পুলিশের এসপি পদমর্যাদার অফিসারদের পদায়ন হওয়ার কথা। তবে এতোদিন শুধুমাত্র সামরিক বাহিনীর কর্মকর্তাদের এই পদে দেয়া হতো।