[১] রোহিঙ্গাদের মাঝে করোনার বিস্তারে শঙ্কিত উখিয়াবাসী
ফরিদুল মোস্তফা:[২] করোনায় ভয়াবহ রূপ নিচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে।গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত করোনা আক্রান্ত রোহিঙ্গার সংখ্যা ৩ শতাধিক। চলতি বছরের এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত এ সংখ্যা প্রায় সাড়ে ৭ শতাধিক। [৩] সংক্রমনের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত এক সপ্তাহের ব্যবধানে রোহিঙ্গা মারা গেছেন ৬ জন। রোহিঙ্গাদের মাঝে করোনা সংক্রমণের ঊর্ধগতিতে কক্সবাজারের উখিয়ায় লোকজনের মাঝে আতংকের পাশাপাশি উদ্বেগ বিরাজ করছে।রোহিঙ্গা সংশ্লিষ্ট সরকারী প্রশাসনকে রোহিঙ্গাদের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্প গুলোতে লকডাউনের মত পদক্ষেপ নিতে হয়েছে। গত ২০ মে থেকে ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে উখিয়ার ২/ওয়েষ্ঠ, ২,৪ ও ১৫ নং ক্যাম্পে এবং টেকনাফের ২৪ নং ক্যাম্পে ৩১ মে পর্যন্ত লকডাউন চলছে। [৪] পাশাপাশি অনান্য ক্যাম্প গুলোতে কঠোর বিধি নিষেধ আরোপ রয়েছে।২০ মে লকডাউন ও বিধি নিষেধ কার্যকরের পরও রোহিঙ্গাদের মাঝে করোনা সংক্রমণ বাড়ছে বৈ কমছে না। মূলত এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে, ক্যাম্প অভ্যন্তর ও সংলগ্ন আশপাশের হাট- বাজার গুলোতে রোহিঙ্গাদের যাতায়াত, ভ্রমণ, স্বাস্থ্য বিধি প্রতিপালন মেনে চলা কোন কিছুতে...