Posts

Showing posts with the label [১] রোনালদোর কোকাকোলা কাণ্ড নিয়ে করা টিকটক ভাইরাল

[১] রোনালদোর কোকাকোলা কাণ্ড নিয়ে করা টিকটক ভাইরাল

Image
স্পোর্টস ডেস্ক: [২] হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার (১৫ জুন) রাতে ইউরো চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। বুদাপেস্টের ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামের সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে এক অদ্ভুত কাণ্ড ঘটান ক্রিশ্চিয়ানো রোনালদো। [৩] কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে জুভেন্টাস ফরোয়ার্ড মঞ্চে গিয়ে দেখেন, টেবিলের ওপর দুটি কোকা কোলার বোতল রাখা। পাশে একটি পানির বোতল। এই দেখে রোনালদো কোকা কোলার বোতল দুটি সরিয়ে ফেলেন। আর হাতে পানির বোতলটি ধরে রোনালদো বলেন, ‘পানি খান! [৪] সংবাদ সম্মেলনের এসে সিআর সেভেনের এমন কাণ্ডের ভিডিওটি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। ফিটনেস নিয়ে নিজে সচেতন রোনালদো। কোকা কোলার বোতল দুটি সরিয়ে ফিটনেস সচেতনতার বার্তায় যেন দিতে চেয়েছিলেন তিনি। রোনালদোর এই কোককাণ্ড প্রভাব ফেলে তাদের ব্যবসায়ও। একদিনেই চার বিলিয়ন ডলার ক্ষতি হয় তাদের। এরপর থেকেই আলোচনায় এ ঘটনা। [৫] সম্প্রতি দ্য টাইমিং উইজার্ড এ নিয় একটি টিকটক ভিডিও তৈরি করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হাস্যরসাত্মক এই টিকটকও এখন ফুটবল দুনিয়ায় আলোচনার বিষয়। – জি নিউজ/ দেশরূপান্তর The post [১] রোনাল...