[১] রোজিনার মুক্তির দাবীতে লন্ডনে সাংবাদিকরা রাজপথে
সাইদুল ইসলাম, লন্ডন: [২] সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার লন্ডনে ইউকে-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। [৩] তীব্র বৃষ্টি উপেক্ষা করে পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনার চত্বরে স্থানীয় সময় বেলা দুইটায় এ কর্মসুচী শুরু হয়। [৪] প্রেসক্লাব সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন শেষে সমাবেশে দল মত নির্বিশেষে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। [৫] সমাবেশে বক্তারা, প্রথম আলোর সিনিয়র রির্পোটার রোজিনা ইসলামের দ্রুত মুক্তির দাবী জানান। বক্তারা বলেন, ঘটনাটি খুবই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একজন পেশাদার সিনিয়র সাংবাদিককে সচিবালয়ে আটকে হেনস্তা, মামলা দিয়ে হয়রানির ঘটনা আমাদের পেশাদার সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নীতিবিরোধী সাংবাদিকতাকে বাঁধাগ্রস্থ করাই এসবের উদ্দেশ্য। [৬] সমাবেশে সংহতি জানিয়ে অন্যান্যরাও যোগ দেন...