Posts

Showing posts with the label [১] রিয়াল মাদ্রিদে রোনালদোকে নেয়ার ব্যাপারে এখনি কথা বলতে চান না নতুন কোচ

[১] রিয়াল মাদ্রিদে রোনালদোকে নেয়ার ব্যাপারে এখনি কথা বলতে চান না নতুন কোচ

Image
স্পোর্টস ডেস্ক : [২] ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে থাকার সময় অনেকগুলো ইতিহাসে গড়েছেন। ওই সময়ে দুই মৌসুমের জন্য কার্লো আঞ্চেলোত্তি রিয়ালের কোচ ছিলেন। সিআর সেভেনের সঙ্গে জুটি বেধে একাধিক শিরোপা তুলেছেন। আবার নতুন করে তিন মৌসুমের জন্য স্প্যানিশ দলটির দায়িত্ব পেয়েছেন আঞ্চেলোত্তি। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো আগ থেকেই জানিয়ে আসছে, জুভেন্টাস ছাড়তে পারেন রোনালদো। অন্যদিকে পুরানো গুরু-শিষ্যকে আবারও এক সঙ্গে দেখা যেতে পারে এমনটাও গুঞ্জন রটেছে। [৩] ২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত কার্লো রিয়ালের কোচ ছিলেন। সিআর সেভেনের সঙ্গে জুটি বেধে চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে শিরোপা তুলেছেন। উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপও আদায় করেন। [৪] পর্তুগীজ মহাতারকা অভিজ্ঞ এই কোচের অধীনে ১০১ ম্যাচে গোল তুলেছেন ১১২টি। রয়েছে ৪৭টি অ্যাসিস্ট। যদিও আপাতত বিষয়টি এখানেই থামিয়ে দিয়েছেন ইতালিয়ান এই কোচ। বুধবার (২ জুন) নতুন চুক্তির পর সান্তিয়াগো বার্নাব্যুতে সংবাদ সম্মেলনে হাজির কার্লো। রোনালদোর প্রসঙ্গ আসলে তিনি বলেন, আমার সঙ্গে তার সঙ্গে খুবই ভালো সম্পর্ক। তাকে আমি খুব পছন্দ করি। তবে তার বিষয় নিয়ে কথা বলার এখন সময় নয়। ...