Posts

Showing posts with the label [১] রায়পুরায় ট্রেনের সাথে পুলিশের প্রাইভেট কারের ধাক্কায় তিন পুলিশ আহত

[১] রায়পুরায় ট্রেনের সাথে পুলিশের প্রাইভেট কারের ধাক্কায় তিন পুলিশ আহত

Image
রায়পুরা প্রতিনিধি:[২] নরসিংদীর রায়পুরায় ওয়ারেন্ট তামিল করতে গিয়ে ট্রেনের সাথে পুলিশের প্রাইভেট কারের ধাক্কায় দুই পুলিশ কর্মকর্তাসহ একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। এরা হলেন এস আই শাহীন মিয়া,এস আই মনোয়ার হোসেন ও কনস্টেল সালাহ উদ্দিন। তারা ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। [৩] পুলিশ কর্মকর্তা এস আই শাহীন ও মনোয়ারের অবস্থা আশঙ্কাজন। এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল। সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটায় সাপমারা রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, রাতে তিনজন একটি প্রাইভেট কারে করে ওয়ান্টে তামিল করতে থানা থেকে বের হন। প্রাইভেট কারের পিছনে একটি সিএন্ডজিতে ছিলো আরো দুই জন পুলিশ। [৪] রাত আনুমানিক পৌনে দুইটায় প্রাইভেট কারটি রেল ক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে চট্রগ্রাম গামী ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস এর সাথে থাক্কা লাগে। এ সময় কারটিকে ট্রেনটি প্রায় ৫০গজ হেঁচরে নিয়ে যায় এবং কারটি দুমড়ে মুচরে ঔ কারে থাকা তিন পুলিশ গুরুতর আহত হন । পরে পিছনের সিএন্ডজিতে থাকা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় খবর দেন। তিনি দৈনিক আমাদের সময়কে জানান প্রাইভেট কারটি সামপাড়া ...