[১] রাজশাহীতে করোনায় ১৩ ও চট্টগ্রামে ২ জনের মৃত্যু
মহসীন কবির:[২] রোববার (১৩ জুন) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়। [৩] চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত ৫৪ হাজার ৮০৭ জন। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২ জন। সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৬টি ল্যাবে ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। [৪] চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৯ জন এবং উপজেলার ১৮ জন। The post [১] রাজশাহীতে করোনায় ১৩ ও চট্টগ্রামে ২ জনের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .