Posts

Showing posts with the label [১] রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

[১] রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

Image
মহসীন কবির: [২] রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম বশির উদ্দিন তালুকদার (৪৪)। মিরপুর ডিভিশনের এসি’র পেট্রোলের বডিগার্ড ছিলেন তিনি। শুক্রবার (১৮ জুন) সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সময় টিভি [৩] এ বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস জানান, পটুয়াখালীর দুমকী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে বসির। তিনি মিরপুর ডিভিশনের এসি’র (পেট্রোল) এর বডিগার্ড হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন ওই এলাকার কোনো একটি ফাঁড়িতে। [৪] তিনি আরও জানান, হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন কনস্টেবল বসির। গত রাতে কাজ শেষে বাইসাইকেল চালিয়ে সেই ফ্যান নিয়ে আবার মিরপুরের দিকে ফিরছিলেন। পথে ধানমন্ডি ৭ নম্বার রোডের ঢাকা ব্যাংকের সামনে অজ্ঞাত কোন যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মৃতদেহের পাশে তার সাইকেল ও ফ্যানটি পড়ে ছিল। পরে খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ঘাতক গাড়িটি সনাক্...