Posts

Showing posts with the label [১] রাউজান পৌরসভায় ১২টি ময়লা আবর্জনা ফেলার ভ্যান গাড়ি প্রদান

[১] রাউজান পৌরসভায় ১২টি ময়লা আবর্জনা ফেলার ভ্যান গাড়ি প্রদান

Image
শাহাদাত হোসেন : [২] পৌরসভার আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য উপহার সরূপ ১২টি ভ্যান গাড়ি দিলেন মিমাস কর্পোরেশনের পরিচালক নুরুল আলম রহিম। [৩] শুক্রবার বিকেলে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে ১২টি ভ্যান গাড়ির চাবিগুলো প্রদান করেন তিনি। [৪] এসময় উপস্থিত ছিলেন পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, ৩য় প্যানেল মেয়র নাছিমা আক্তার, কাউন্সিলর শওকত হাসান, মহিলা কাউন্সিলর জেবুর নেছা, জান্নাতুল ফেরদৌস ডলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, মুহাম্মদ সাবের হোসাইন, মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। The post [১] রাউজান পৌরসভায় ১২টি ময়লা আবর্জনা ফেলার ভ্যান গাড়ি প্রদান appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .