[১] রাউজান পশ্চিম ডাবুয়ায় পরিত্যক্ত ভৈরব সওদাগরের জমিদার বাড়ি
শাহাদাত হোসেন: [২] রাউজান উপজেলার ২নম্বর ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গ্রামে অবস্থিত ভৈরব চন্দ্র পাল সওদাগরের দেড়’শ বছরের পুরানো জমিদার বাড়ি। বর্তমানে জমিদার বাড়ীটি ঝোপ-জঙ্গলে ভরপুর হয়ে ভুতুড়ে বাড়ীতে পরিণত হয়েছে আছে। চুন-সুরকি, ইটের গাঁথুনির তৈরি দ্বিতল এ বিশাল জমিদার বাড়িতে একসময় চলতো জমিদার শাসন। এখন আর সেই শাসন নেই, আছে শুধু পরিত্যক্ত জমিদার বাড়িটি। জমিদার বাড়ির চারপাশের দেওয়ালগুলোতে নানা ধরনের লতাপাতায় ছেয়ে গেছে। এই বিশাল জমিদার বাড়িটি অনেকটা বিলীন হয়ে গেছে। [৩] পরিত্যক্ত হয়ে থাকা এই বাড়িটি জমিদার ভৈরব চন্দ্র পাল সওদাগরের বাড়ি হিসাবে পরিচিত। ব্রিটিশ শাসনামলে এক প্রভাবশালী জমিদার ছিলেন তিনি। [৪] সরজিমনে ঘুরে দেখা গেছে, জমিদার বাড়ির পেছনে বিশাল পুকুর আর রাজকীয় পাকা ঘাট রয়েছে, বাড়ির সামনে আছে বিশাল দিঘি ও রাজকীয় ঘাট। দিঘি পার্শ্বে রয়েছে পুরানো একটি শিব মন্দির। এই মন্দিরটি সংস্কার করে এলাকার সনাতন ধর্মাবলম্বী লোকজন। সেখানে প্রতিদিন পূজা ও প্রার্থণা চলে। [৫] দিঘির দক্ষিণ পাড়ে ১৯০১ সালে প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির নাম মধ্যম সর্তা রামসেবক সরকারি প্রাথমিক বিদ্যাল...