Posts

Showing posts with the label [১] রংপুরে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

[১] রংপুরে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

Image
আফরোজা সরকার: [২] রংপুর গঙ্গাচড়া উপজেলায় কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নদীতীরবর্তী চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি ঢুকে পড়েছে বসতবাড়ি। এতে করে প্রায় সাড়ে চার হাজার পরিবার পানিবন্দি এবং নদী ভাঙনে বিলীন হয়েছে ছয় পরিবারের বাড়ি ঘর। [৩] বন্যায় তলিয়ে গেছে রাস্তা-ঘাট, আবাদি জমিসহ ধান ও পাটের খেত। কোলকোন্দের বিনবিনা চরে স্বেচ্ছাশ্রমে নির্মতি বাঁধটি বিলীন হয়ে গেছে স্রেতে । ভাঙন দেখা দিয়েছে লক্ষীটারীর কেল্লারপাড় চরে স্বেচ্ছাশ্রমের উপবাঁধটিও। [৪] আজ দুপুরে তিস্তা নদীবেষ্টিত গঙ্গাচড়ার কয়েকটি ইউনিয়ন ঘুরে এমন চিত্র দেখা গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়াতে অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। ভাঙনে সেখানকার বিনবিনা চরের ৬ থেকে ৭টি পরিবারের বাড়িঘর তিস্তায় বিলীন হয়ে গেছে। হুমকিতে পড়েছে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট। [৫] সরেজিমনে দেখা গেছে, পানিবন্দি পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন তারা। অনেকে উচু স্থানে আশ্রয় নিয়েছেন। আবার কেউ কেউ ঘরের বিছানার উপড়ে জিনিসপত্র রেখে আকড়ে ধরে রেখেছেন বসতবাড়ি। দুর্ভোগ বেড়েছে পানিবন্দি মানুষজন বয়স্ক ব্যাক্তি, শি...