Posts

Showing posts with the label [১] য‌শো‌রে ক‌রোনায় নারীর মৃত্যু

[১] য‌শো‌রে ক‌রোনায় নারীর মৃত্যু

Image
র‌হিদুল খান: [২] যশোরে করোনায় আক্রান্ত হয়ে বিউটি খাতুন (৩৭) নামে এক নারী মারা গেছেন। তিনি যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। [৩] বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় তিনি মারা যান। তিনি যশোর শহরতলীর নওদাগ্রামের সাহেব আলীর স্ত্রী। [৪] হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফ আহমেদ জানান, গত ২৩ মে সকাল সাড়ে আটটার দিকে বিউটি খাতুন হাসপাতালে ভর্তি হন। আগে থেকেই তিনি করোনা পজেটিভ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার দিকে তিনি মারা যান। মৃতকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য সকল উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি The post [১] য‌শো‌রে ক‌রোনায় নারীর মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .