[১] যুক্তরাষ্ট্রে যুদ্ধের চেয়ে কোভিডে বেশি মানুষ মারা গেছে বললেন বাইডেন
রাশিদুল ইসলাম : [২] নর্থ ক্যারোলিনার মানুষকে করোনভাইরাসের টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য বৃহস্পতিবার ওই অঙ্গরাজ্য সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেখানেই তিনি বলেন বিগত এক শতাব্দির সকল যুদ্ধের চেয়ে কোভিডে আক্রান্ত হয়ে বেশি মার্কিন নাগরিক মারা গেছে। বিগত এক শতাব্দির যুদ্ধের নাম বলতে গিয়ে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কথাও উল্লেখ করেন যা কখনোই ঘটেনি। প্রেসটিভি [৩] নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে বাইডেন বলেন আমরা যুক্তরাষ্ট্রে প্রায় এক বছর সময়ে ছয় লাখের বেশি মানুষকে হারিয়েছি। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং ইরাক, ইরান ও আফগানিস্তানসহ বিশ্বব্যাপী যত যুদ্ধ হয়েছে তার সবগুলোতে নিহত মানুষের চেয়ে এই সংখ্যা বেশি। বিংশ শতাব্দি এবং একবিংশ শতাব্দির বড় যুদ্ধগুলোতে যত মানুষ মারা গেছে তার চেয়ে এক বছরে বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। [৪] ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর থেকে বিগত ৪২ বছর ধরে ইরানের সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করলেও ইরানের বিরুদ্ধে কখনোই যুক্তরাষ্ট্রের বড় ধরনের যুদ্ধ বা প্রাণহানি হয়নি। [৫] মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য সামাজি...