[১] যুক্তরাষ্ট্রে কোভিড টিকার সচেতনতা বাড়াতে ডেটিং অ্যাপগুলো সক্রিয় হচ্ছে
রাশিদুল ইসলাম : [২] টিকাদান কর্মসূচিকে এবার অন্য মাত্রা দিচ্ছে বাইডেন প্রশাসন। ম্যাচ, টিন্ডার, বাম্বেলের মতো জনপ্রিয় অ্যাপ কিছুদিনের মধ্যেই টিকা দিতে মার্কিনীদের উদ্বুদ্ধ করতে সক্রিয় হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া [৩] যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে বেশ কিছুটা এসেছে কোভিডের সংক্রমণ। অফিস, রেস্তোরাঁ, যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। সেই সঙ্গে থমকে থাকা ডেটিং পরিষেবাও নতুন করে সক্রিয় হচ্ছে। সামাজিক দূরত্ববিধি মানা, মাস্ক পরার গাইডলাইন এখনো মেনে চলতে হচ্ছে মার্কিন নাগরিকদের। [৪] আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই দেশটির ৭০ শতাংশ প্রাপ্তবয়স্কদের অন্ততপক্ষে ভ্যাকসিনের একটি ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে হোয়াইট হাউজ। কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে, এই কর্মসূচির অন্যতম বাধা হচ্ছে, ভ্যাকসিন নিতে যুবক-যুবতীদের নেতিবাচক মনোভাব। তাদের অনেকেই টিকা নেওয়াকে গুরুত্ব দিয়ে দেখছে না। এর অন্যতম কারণ সচেতনতার অভাব। [৫] এ কারণে আপাতত ডেটিং অ্যাপকেই পাখির চোখ করা হয়েছে। ম্যাচ, টিন্ডার খুলে ডানদিকে সোয়াইপ করলেই জানা যাবে পছন্দের মানুষটি ভ্যাকসিন নিয়েছেন কিনা। এর জন্য আবার অনেক সংস্থা আলাদা অফারও এনেছে। হোয়াই...