Posts

Showing posts with the label [১] যশোরে ভারত ফেরত তরণীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন সেন্টার

[১] যশোরে ভারত ফেরত তরণীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন সেন্টার

Image
বাবুল আক্তার : [২] ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে একা দেশে ফেরা তরুণীদের জন্য নতুন একটি কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে। নারী কর্মকর্তাদের তত্ত্বাবধানেই পরিচালিত৷ হবে সেন্টারটি। [৩] খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত এক তরুণী ধর্ষণের শিকার হওয়ায় যশোরে এ বিশেষ সতকর্তামূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। নতুন কোয়ারেন্টাইন সেন্টারে বর্তমানে দশ তরুণী অবস্থান করছেন। [৪] যশোর জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, খুলনায় কোয়ারেন্টাইনে থাকা এক তরুণী পুলিশ সদস্য কর্তৃক ধর্ষণের শিকার হওয়ায় দেশব্যাপী নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যশোর জেলা প্রশাসন উদ্যোগী হয়েছে। [৫] ভারতফেরত তরুণীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নারী কর্মকর্তাদের তত্ত্বাবধানে গত ১৯ মে যশোরে পৃথক সেন্টার চালু করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটির গেস্ট হাউজকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে সেখানে দশজন তরুণীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে। [৬] বিশেষ এ কোয়ারেন্টাইন সেন্টারে বহিরাগত এবং পুরুষের প্রবেশে নিষেধাজ্ঞা জ...