Posts

Showing posts with the label [১] ময়মনসিংহ সিটির হোল্ডিংট্যাক্স ৪০ শতাংশ হ্রাসের ঘোষণা মেয়র টিটু’র

[১] ময়মনসিংহ সিটির হোল্ডিংট্যাক্স ৪০ শতাংশ হ্রাসের ঘোষণা মেয়র টিটু’র

Image
আব্দুল্লাহ আল আমিন : [২] ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম এসেসমেন্টের মাধ্যমে আরোপিত ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত দাবিকৃত হোল্ডিং ট্যাক্স হতে ৪০% হ্রাসকরণ এবং ২০২০-২০২১ অর্থবছরের আদায়যোগ্য হোল্ডিং করের উপর ১০% অতিরিক্ত রিবেট ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনবান্ধব মেয়র মোঃ ইকরামুল হক টিটু। [৩] এছাড়াও ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হিসেবে দাবিকৃত হোল্ডিং ট্যাক্সও মওকুফ ঘোষণা করেন। সেই সাথে রিভিউ (আপত্তি) ফরমের মূল্য ৬০০/- থেকে ২০০/- টাকায় পুনঃনির্ধারণ করা হয় এবং ইতোমধ্যে যারা ফর্ম ক্রয় করেছেন তাদের ফর্মের অতিরিক্ত মূল্য ট্যাক্সের সাথে সমন্বয় করা হবে । এছাড়াও সিটির সকল মাটির কাঁচা ঘর, ঘনবসতি এলাকায় দরিদ্র অসহায় হত দরিদ্র, রিশি, সরকারি বরাদ্দ পাওয়া ভূমিহীনদের বাসা বাড়ী হোল্ডিং ট্যাক্স সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন মেয়র টিটু। [৪] বুধবার (৩০ জুন) দুপুরে সিটি কর্পোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত এক বিশেষ সভায় এই সিদ্ধান্তসমূহ নেয়া হয়। [৫] মেয়র টিটু আরও জানান কেউ ঋণের মাধ্যমে বাড়ি নির্মাণ করলে, অধি...