[১] মোহনগঞ্জে যুবতীকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করলো থানা পুলিশ
রিংকু কুমার রায়: [২] নেত্রকোণার মোহনগঞ্জে ৯৯৯ নম্বরে কল পেয়ে পলি আক্তার (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে গভীর রাতে নির্জন রাস্তা থেকে উদ্ধার করার ৩ দিন পর অনুষ্ঠানিকভাবে আজ রবিবার বিকেলে মেয়েটিকে তার পরিবারের হাতে তোলে দিয়েছে মোহনগঞ্জ থানা পুলিশ। [৩] শুক্রবার রাত ২টার দিকে উপজেলার মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের গাড়াউন্দ নামক এলাকায় ওই মেয়েটিকে একা ঘুরাফেরা করতে দেখে জনৈক এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করলে তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। তবে পুলিশ মেয়েটিকে উদ্ধার করার পর থেকেই তার কাছ থেকে নাম ঠিকানা পরিচয় কিছুই জানতে পারেনি। রোববার সকালে পুলিশ মেয়েটিকে ট্রলার যোগে উপজেলার গাগলাজুর বাজারে নিয়ে গেলে সোনাবানু (৬০) নামে এক নারী মেয়েটি চিনতে পেরে মেয়েটির পরিবারের লোকজনদেরকে খবর দিলে তারা ওইদিন বিকেলে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে থানায় আসার পর আনুষ্টানিকভাবে পুলিশ মেয়েটিকে তার পরিবারের হাতে তোলে দেয়। [৪] পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গাগলাজুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার মেয়ে পলি আক্তারদের চার বোনের মধ্যে পলি সবার ছোট। তার অন্য তিন ...