[১] মিরসরাইয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
দিদারুল আলম: [২] চট্টগ্রামের মিরসরাইয়ে আহমেদুর রহমান (৮০) নামের এক বৃদ্ধের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। [৩] মঙ্গলবার (১৮ মে) সকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আহমেদুর রহমান ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মিধন আলী হাজী বাড়ির মরহুম নুর আহমেদের ছেলে। [৪] পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি অনেক আগে থেকেই মানসিক রোগী ছিলেন। সোমবার (১৭ মে) থেকে হঠাৎ ওনাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় মেম্বার মুসলিম উদ্দিন। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। [৫] মিরসরাই থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আব্দুল মোতালেব জানান, ধারণা করা হচ্ছে আহমেদুর রহমান নামের ওই বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি