[১] মিতু হত্যাকাণ্ডে জবানবন্দি দিলেন সোর্স মুছার স্ত্রী
মাসুদ আলম: [২] সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার পলাতক আসামি কামরুল ইসলাম শিকদার মুছার স্ত্রী পান্না আক্তার। বাবুল আক্তারের সোর্স ছিলো মুছা। [৩] মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, পান্না আক্তার সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। ঘটনার সাথে তার স্বামী মুছার সম্পৃক্তার বিষয়ে বলেছেন। তবে মুছা এখনো পলাতক। [৪] মুছার স্ত্রীর দাবি, পাঁচ বছর আগে মিতু হত্যাকাণ্ডের পর তাকে পুলিশ পরিচয়ে ধরে নেওয়া হয়েছিল। স্বামীর সন্ধান যান তিনি। [৫] ২০১৬ সালের ৫ জুন বন্দরনগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার কারাগারে রয়েছে। The post [১] মিতু হত্যাকাণ্ডে জবানবন্দি দিলেন সোর্স মুছার স্ত্রী appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .