Posts

Showing posts with the label [১] মিডিয়া বয়কটে ১৫ হাজার ডলার জরিমানা হল ফ্রেঞ্চ টেনিস তারকা নাওমি ওসাকার

[১] মিডিয়া বয়কটে ১৫ হাজার ডলার জরিমানা হল ফ্রেঞ্চ টেনিস তারকা নাওমি ওসাকার

Image
রাশিদুল ইসলাম : [২] মানসিক স্বাস্থ্য ভাল নেই বলে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকারে যোগ দিতে চাননি ফ্রান্সের টেনিস তারকা নাওমি ওসাকা। ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডে খেলার আগে এ সিদ্ধান্ত নেন তিনি। এর পরিণামে চারবারের গ্রান্ড স্লাম সিঙ্গেল চ্যাম্পিয়ন ও বিশ্বের টেনিস তারকাদের শীর্ষে দুই নম্বর স্থানে থাকা নাওমিকে জরিমানা করা হয়েছে। সিএনএন [৩] নাওমিকে সতর্ক করে বলা হয়েছে ভবিষ্যতে যদি তিনি ফের সাংবাদিক সম্মেলন এড়িয়ে যান তাহলে ফ্রেঞ্চ ওপেনে খেলার যোগ্যতা হারাতে পারেন তিনি। বিস্তারিত আসছে… The post [১] মিডিয়া বয়কটে ১৫ হাজার ডলার জরিমানা হল ফ্রেঞ্চ টেনিস তারকা নাওমি ওসাকার appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .