[১] মাহরাম ছাড়াই হজ করতে পারবেন সৌদি নারীরা
ওয়ালিউল্লাহ সিরাজ : [২] রোববার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজের প্যাকেজ ঘোষণা করে জানায়, প্রথম প্যাকেজ অতিসাধারণ। এই প্যাকেজে খরচ হবে ১২ হাজার ১১৩ সৌদি রিয়েল। দ্বিতীয় প্যাকেজ মধ্যম ক্লাসের। এই প্যাকেজে খরচ হবে ১৪ হাজার ৩৮১ সৌদি রিয়েল। দ্বিতীয় প্যাকেজ উচ্চ বিলাসী। এই প্যাকেটে খরচ হবে ১৬ হাজার ৫৬০ সৌদি রিয়েল। সৌদি গেজেট [৩] মন্ত্রণালয় আরো জানায়, এবারের হজে হাজিদের জন্য ডিজিটাল পদ্ধতিতে নিরাপত্তা দেওয়া হবে। [৪] পবিত্র মক্কা ও মদিনার নিয়ন্ত্রণে থাকা সংস্থা জেনারেল প্রেসিডেন্সির প্রধান আব্দুল রহমান আল সুদাইস বলেন, জমজমের পানি বিতরণে রোবট ব্যবহার হবে। মানবজাতিকে সাহায্য করার জন্য প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিশেষ করে মহামারির মতো এই পরিস্থিতিতে। যেটা খুব কাজেও লাগছে। আল্লাহ চাইলে এই পদক্ষেপ দুই পবিত্র মসজিদের মুসল্লিদের সুরক্ষিত রাখবে। খালিজ টাইমস [৫] শনিবার (১২ জুন) হজ ও ওরাহ মন্ত্রণালয় জানায়, এবছর শুধুমাত্র সৌদি নাগরিকরাই হজে অংশ নিতে পারবেন। সৌদি নাগরিকদের মধ্যে ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তি যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তারাই হজে অংশ নিতে পারবেন। যারা গত ৫ বছরে হজে অংশ ন...