[১] মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার
জুলফিকার আমীন:[২] পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশ হাতে ৪০ পিস ইয়াবা ও ১শ গ্রাম গাজাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবস্য়ীকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। [৩] বৃহস্পতিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ডিবি পুলিশের উপ পরিদর্শক দেলোয়ার হোসাইন জসিম এর নেতৃত্বে মঠবাড়িয়া পৌর শহরে মহিউদ্দিন আহমেদ মহিলা কলেজের পিছনে কাদের মাওলানার বাড়ির সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও ১শ গ্রাম গাজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। [৪] গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের নূরুল আমীনের ছেলে শাহীন রেজা (৪২) ও একই গ্রামের মৃত করিম তহশিলদারের ছেলে ছগিরুল ইসলাম (৪৫)। [৫] মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। The post [১] মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .