[১] ভ্যাকসিন বৈষম্য এশিয়ার দরিদ্র দেশ ও বিশ্বের বাকি অংশকে ক্ষতিগ্রস্ত করছে
ওয়ালিউল্লাহ সিরাজ: [২] গত বছর বিশ্বের প্রায় সব দেশেই কোভিড ছড়িয়ে পড়েছিলো। তখন এশিয়ার বিভিন্ন দেশের কারখানার শ্রমিকদের করোনা ভাইরাসে আক্রান্ত করবে না এমনটাই মনে করা হয়েছিলো। থাইল্যান্ড ও ভিয়েতনামে কোভিডে মাত্র ২শ জনের মৃত্যু হয়েছিলো। কম্বোডিয়া, লাওসে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। সিএনএন [৩] তবে এবার আগের ধারণার পরিবর্তন হয়েছে। এশিয়ার শ্রমিকরা কোভিডে আক্রান্ত হচ্ছেন। শুধু তাই নয়, তাদের কারণে বিশ্বের বাজারে বড় প্রভাব পড়ছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে চীন ও তাইওয়ানের অনেক শ্রমিকের কোভিড শনাক্ত হয়েছে। তারা কারখানার কাজ হারিয়েছে। [৪] বিশ্বের ধনী দেশগুলো টিকা দিয়ে কোভিডের প্রভাব কাটিয়ে উঠছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। এই দেশগুলোতে বেশিরভাগ নাগরিককে অন্তত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। অনেক দেশ আবার ঘোষণাও দিয়েছেন, তাদের দেশে কোভিড আর নেই। অবশ্য অনেক দেশের মেডিক্যাল বিশেষজ্ঞ কোভিডের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করে বলছেন, সামান্য অসর্তকতার কারণে আবারও পড়তে হতে পারে মহামারির কবলে। কিন্তু এখনো ঝুঁকির মাঝেই আছে অভিবাসী শ্রমিকরা।...